আলু পুড়া

একদা এক অতীব ধুরন্ধর ব্যাবসায়ী আবিস্কার করিলেন তার পাশের বাড়িতে আগুন জ্বলিতেছে। তিনি যেহেতু অতীব চালাক, সব কিছুতেই নিজের সুবিধা আদায় করিয়া লইতে সিদ্ধহস্ত। তিনি ভাবিলেন পাশের বাড়ির আগুনে আলু পুড়াইবেন। আলু পুড়াইয়া পরে বেশি দামে বিক্রি করিবেন।কিন্তু সমস্যা বাধিল যখন তিনি আবিস্কার করিলেন আগুনে পুড়াইবার জন্য তাহার কাছে কোনো লৌহ দন্ড নাই যাহা তিনি আলুতে ঢুকাইয়া আগুনে পুড়াইবেন। তাহার একমাত্র সম্বল তাহার পাটখড়ি খানি।তিনি কিছুক্ষন ভাবিলেন, অনেক ভাবিয়া চিন্তিয়া বাহির করিলেন, আগুনের যে তাপ তাহাতে আলুতে পাটখড়ি ঢুকাইয়া কিছু করিতে গেলে একমাত্র পাটখড়িখানা আগুনে পুড়িয়া ছাড়খাড় হইয়া যাইতে পারে।আগুন যেহেতু ধরিয়াছে সেহেতু কিছু লাভ তো তাকে করিতেই হইবে, কিন্তু তাই বলিয়া নিজের ...

ঘটিসাধক

১কূহুল মর্ত্যের বিশিষ্ট ঘটিসাধক দরবেশ। দেশ বিদেশে তাহার বিশাল সুনাম, শিষ্যদের কাছে ব্যাপক কদর। সবাই তাহাকে বিশাল জিনিয়াস ভাবিয়া থাকেন। তাহার কালেকশনে রঙ বেরঙ এর ঘটি। বছরের পর বছর সাধনা করিয়া তিনি এত এত ঘটি জমা করিয়াছেন। ঘটি শুধু জোগাড়ই করেন নাই, ঘটিতে সযত্নে তিনি তাহার নামও আকিয়া রাখেন। অনেক সময়ই সবার আগে। যাহাই হৌক। তো দরবেশ বাবার একটা বদ অভ্যাস ছিল। সেটা হইল সুযোগ পাইলেই শিষ্যদের ঘটি নিজের নামে মারিয়া দেয়া। তেমন কেউ অবশ্য বুঝিতে পারে না। বুঝিতে পারিলেও এতবড় দরবেশের বিরুদ্ধাচারণ করিবার সাহস করে না।তো একবার দরবেশ বাবা তার এক বিরাট নামকরা ঘটি রাখিয়া গিয়াছেন ইয়াহাবিবির উঠানে। যদিও ঘটিখানা ...